শুরু হলো ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি

|

আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম। আগামী ২৫ তারিখ পর্যন্ত চলবে এ কার্যক্রম।

ফরম বিক্রি চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। ডাকসুতে ২৫ আর হল সংসদে ১৩ টি পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি হবে।

ফরম বিক্রির প্রথমদিনে ছাত্রদল কোনো ফরম কিনবেন না বলে আগেই জানিয়ে দিয়েছে।

অন্যদিকে ক্যাম্পাসের অন্যান্য ছাত্র সংগঠন কিংবা যারা স্বতন্ত্রভাবে নির্বাচনের কথা ভাবছেন তাদেরও কেউ ফরম না কিনলেও ডাকসু ও হল সংসদের জন্য আজ সূর্যসেন হল থেকে ফরম কিনেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। তবে ফরম বিক্রি কার্যক্রম নির্বিঘ্ন করতে সব ধরণের প্রস্তুতি দেখা গেছে কর্তৃপক্ষের তরফ থেকে।

ডাকসু নির্বাচন উপলক্ষে ছাত্রদল ডাকসু নির্বাচন পেছানোর দাবিসহ সাত দফা দাবিতে অনড় আছে। এদিকে হলের বাইরে ভোট কেন্দ্র করাসহ ৬ দফা দাবি দিয়ে আসছে প্রগতিশীল ছাত্রজোট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply