সিরিয়ার ইদলিব শহরে জোড়া বোমা বিস্ফোরণে নিহত ২৪

|

সিরিয়ার ইদলিব শহরে জোড়া বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছে নারী-শিশুসহ কমপক্ষে ২৪ জন। সোমবারের, এ হামলাগুলোয় আহত হয়েছেন অর্ধ-শতাধিক মানুষ।

পর্যবেক্ষক সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, শহরের বাজার এলাকায় একটি গাড়িতে ছিলো বোমা। রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঘটানো হয় বিস্ফোরণ। হতাহতদের উদ্ধারে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবী দল- হোয়াইট হেলমেটসে’র কর্মীরা এলে; ঘটানো হয় দ্বিতীয় দফা বিস্ফোরণ। যা, বাঁধা ছিলো কাছেই রাখা আরেকটি মোটরসাইকেলে। এখনও কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে- আল-কায়েদা সমর্থিত সশস্ত্র সংগঠন ‘হায়াৎ তাহরির আল শামস’ ঘটিয়েছে এসব বিস্ফোরণ।উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরটি এখনও আসাদ সরকারের নিয়ন্ত্রণে আসেনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply