বরিশালে ময়লার ভাগাড়ে ২২ শিশু’র ভ্রূণ

|

বরিশাল ব্যুরো

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ময়লার ভাগাড় থেকে ২২টি শিশুর ভ্রূণ উদ্ধার হয়েছে। আজ সোমবার রাত ৯টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ভ্রূণগুলো উদ্ধার করে। এ খবর ছড়িয়ে পরলে অনেকের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডা. বাকির হোসেন জানান, উদ্ধার হওয়া ভ্রূণগুলো ২৫ বছর আগের পুরানো। ফরমালিন দিয়ে সংরক্ষিত ভ্রূণগুলো গাইনী বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহার হয়ে আসছিলো। তবে বর্তমানে এগুলো নষ্ট হয়ে যাওয়ায় কোন কাজে আসছে না। তাই বাতিল হিসেবে গণ্য ভ্রূণগুলো মাটিচাপা দেয়ার কথা ছিল।

মাটিচাপা না দিয়ে এগুলো কেন ময়লার ভাগাড়ে ফেলা হলো, এঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান হাসপাতালের পরিচালক।

এদিকে, ভ্রূণগুলো সুরতহাল করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply