আরব আমিরাতের সাথে ৪টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ

|

সংযুক্ত আরব আমিরাতের সাথে ৪টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। রোববার স্থানীয় সময় বিকেলে আবু ধাবির একটি হোটেলে এ সমঝোতা সই হয়।

সংযুক্ত আরব আমিরাতের ১৫ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পরই সই হয় এই স্মরকগুলো। এতে বিদ্যুৎ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন, বন্দর ও পর্যটন খাতের উন্নয়নসহ বেশ কয়েকটি বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছে আবুধাবি।

এসময় ৬ বছর ধরে বন্ধ থাকা আমিরাতের শ্রমবাজার আবারও চালু করতে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। এর আগে সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাৎ করেন দেশটির যুবরাজ শেখ মোহাম্মদের সাথে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply