আত্মসমর্পণ করেছেন সাবেক এমপি বদি’র ভাইসহ ১০২ ইয়াবা ব্যবসায়ী

|

কক্সবাজারের ৩০ গডফাদার ও ৭২ ইয়াবা ব্যবসায়ীসহ মোট ১০২ জন আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের কাছে আত্মসমর্পণ করেছেন। আজ সকাল ১১টার কিছু পরে টেকনাফে পাইলট হাইস্কুল মাঠে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ইয়াবা ও অস্ত্রসহ আত্মসমর্পণ করেন তারা। আত্মসমর্পণকারীদের মধ্যে আছেন সাবেক এমপি আব্দুর রহমান বদির ৩ ভাই, ভাগিনা, ফুফাতো ভাইসহ ৭ জন।

এ আত্মসমর্পণ প্রক্রিয়ায় পুলিশ ও সরকারের তরফে ৭টি শর্ত দেয়া হয়েছে তাদের। কক্সবাজার পুলিশের তত্ত্বাবধানে সেফ হোমে থাকা ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ স্থলে আনা হয়। আত্মসমর্পণ শেষে আইজিপি ড. জাবেদ পাটোয়ারী যারা আইনের আওতায় আসেননি তাদের আত্মসমর্পণের আহ্বান জানান। তিনি জানান, মাদক ব্যবসায় আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply