আজ বেনাপোল ট্রাজেডির পাঁচ বছর

|

বেনাপোল প্রতিনিধি
আজ ১৫ ফেব্রুয়ারি বেনাপোল ট্রাজেডির পাঁচ বছর। এই দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয় বেনাপোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৯ শিশু এবং আহত হয় ৪৭ জন শিশু শিক্ষার্থী। ২০১৪ সালের ১৫ ফেব্রুয়ারি শিক্ষা সফরে মুজিব নগরে বার্ষিক বনভোজন শেষে চৌগাছা হয়ে বেনাপোল ফেরার পথে ঝাউতলা কাঁদবিলা পুকুর পাড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয় এসব শিশু শিক্ষার্থীরা। নিহতদের স্বরণে বেনাপোলে নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ভ ।

শোকের এই দিনটিকে স্বরণ রাখতে বেনাপোল প্রতিবছরের ন্যায় এবারও নেয়া হয়েছে নানা কর্মসূচি। আজ বেনাপোলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলনসহ সকালে অনুষ্ঠিত হয় শোক র‌্যালি ও দোয়া অনুষ্ঠান। র‌্যালিটি বেনাপোল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বের হয়ে বন্দর নগরী বেনাপোলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। শোক র‌্যালি ও দোয়া অনুষ্ঠানে বেনাপোলের সকল স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। র‌্যালি শেষে নিহতদের স্বরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শোক র‌্যালির নেতৃত্ব দেন যশোর ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply