যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর আসামির বিরুদ্ধে চার্জশিট

|

যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর সিলেটে বাহিনী প্রধান শামিমসহ ২২ আসামির বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

সকালে আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাফিজুর রহমান। নতুন দেয়া এই অভিযোগপত্রে যোগ হয়েছে গত ৫ বছর ধরে ধ্বংসলীলার নানা জব্দকৃত আলামত। সেই সাথে যুক্ত হয়েছে আসামিদের পূর্ব অপরাধের তথ্য। এর আগে দাখিল করা অভিযোগপত্রে এসব তথ্য না থাকায় গত ২৮ জানুয়ারি সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। এর ১৫ দিন পর আদালতে সম্পূরক অভিযোগপত্র দেয়া হলো। সম্পূরক অভিযোগের মাধ্যমে ভোলাগঞ্জ ও শাহ আরেফিন টিলায় সন্ত্রাসী সিন্ডিকেটের পরিবেশ নষ্ট কোরে পাথ উত্তোলনের বিষয়টি আরও সুস্পষ্ট হলো বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply