বিলুপ্ত প্রজাতির মিঠা পানির কুমির উদ্ধার

|

পাবনায় বিলুপ্ত প্রজাতির একটি মিঠা পানির কুমির উদ্ধার হয়েছে। গতকাল সদরের দড়ি ভাউডাঙ্গা গ্রামে পদ্মা নদীতে জেলেদের জালে কুমিরটি ধরা পরে।

পরে, রাজশাহী থেকে বন বিভাগের উদ্ধারকারী দল সাত ফুট লম্বা কুমিরটিকে তাদের হেফাজতে নেয়। স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে ভাঁড়ারা ইউনিয়নের দড়ি ভাউডাঙ্গা গ্রামে পদ্মা নদীর কোলে একটি কুমির দেখতে পায় গ্রামবাসী। এর আগে, পাবনার দোগাছিতে মিঠা পানির বিলুপ্ত প্রজাতির একটি কুমির শনাক্ত করে বনবিভাগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply