নির্বাচন স্থ‌গিতের আদেশে পটুয়াখালীতে প্রতিবাদ মি‌ছিল 

|

জাকা‌রিয়া হৃদয়,পটুয়াখালী

আগামী ২৮ফেব্রুয়ারি অনু‌ষ্ঠিতব্য বহুল প্র‌তি‌ক্ষিত পটুয়াখালী পৌরসভার নির্বাচন স্থ‌গি‌তের প্র‌তিবা‌দে প্র‌তিবা‌দী পৌরবাসীর ব্যানা‌রে নাগ‌রিক প্র‌তিবাদ বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। গত ১১ফেব্রুয়ারি প্র‌তীক বরা‌দ্ধের পর বেশ জমজমাট হ‌য়ে উ‌ঠে‌ছিল নির্বাচন। এরকম অবস্থায় টাউন জৈনকা‌ঠি এলাকার জ‌নৈক আঃ রাজ্জাক আজ দুপু‌রে মহামান্য হাই‌কোর্টে সীমানা বিষয়ক এক‌টি রিট দা‌খিল ক‌রে পৌরসভা নির্বাচন স্থ‌গিতের আ‌বেদন ক‌রেন। মহামান্য হাই‌কো‌র্টের বিজ্ঞ বিচারক আগামী ১ মা‌সের জন্য পটুয়াখালী পৌরসভা নির্বাচন স্থ‌গিতের আ‌দেশ দেন।

এমন খবরের পর বিকা‌লে লঞ্চঘাট চত্ত্বর থে‌কে প্র‌তিবাদী পৌরবাসীর ব্যানা‌রে নাগ‌রিক প্র‌তিবা‌দ বি‌ক্ষোভ মি‌ছিল বের হয়। মি‌ছিল‌টি শহ‌রের বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে নিউমা‌র্কেট চত্ত্ব‌রে গি‌য়ে শেষ হয়।

এ ব্যাপা‌রে পটুয়াখালী জেলা সি‌নিয়র নির্বাচন অ‌ফিসার ও জেলা রিটা‌নিং কর্মকর্তা জিয়াউর রহমান খ‌লিফা জানান,  আমা‌দের কা‌ছে নির্বাচন স্থ‌গি‌তের এখন পর্যন্ত ‌কোন ম্যা‌সেজ আ‌সে‌নি অতএব নির্বাচন পূ‌র্বের সি‌ডিউল অনুযায়ী অর্থাৎ আগামী ২৮ফেব্রুয়ারি  হ‌বে।

প্রসঙ্গত, পটুয়াখালী পৌরসভার সব‌শেষ নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছিল ২০১১সা‌লের ১৩জানুয়ারি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply