বগুড়ায় ৪ দিনে ১২৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ৯৩ মামলা

|

বগুড়া ব্যুরো
গত চারদিনে বগুড়ায় ১২৯ জন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। দায়ের করা হয়েছে ৯৩টি মামলা। পুলিশ সপ্তাহের পর শুরু হওয়া এই অভিযানে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন ও নেশাজাতীয় বেশ কিছু ইঞ্জেকশনও জব্দ করেছে বগুড়া পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী যমুনা নিউজকে জানান, পুলিশ সপ্তাহে পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনার পর বগুড়ায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান শুরু করেছেন তারা। চলমান অভিযানে শনিবার ১৮ জন, রোববার ২৮ জন, সোমবার ৪৩ জন এবং সর্বশেষ মঙ্গলবার বিকেল পর্যন্ত ৪০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ বোতল ফেন্সিডিল, ২ কেজি গাঁজা এবং বেশ কিছু নেশাজাতীয় ইঞ্জেকশন ও হেরোইন। জেলাজুড়ে এই মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply