বাংলাদেশ ও ভারতের বিমানবাহিনীর প্রধানদের সাক্ষাৎ

|

ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল বীরেন্দ্র সিং ধানোয়া। আজ সোমবার সকালে ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ বীরেন্দ্র সিং ধানোয়া ঢাকা সেনানিবাসের শিখা অর্নিবাণে যান।

সেখানে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর পর বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ও ভারতীয় বিমানবাহিনীর প্রধান কুশল বিনিময় করেন। এ সময় তারা দুই দেশের বিমানবাহিনীর মধ্যকার সম্পর্ক আরো জোরদার করতে পারস্পারিক সহযোহিতা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

ভারতীয় বিমানবাহিনীর ৩ সদস্যের প্রতিনিধি দল ৫ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। এই সফরে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সেনা, নৌ ও সশস্ত্র বাহিনীর বিভাগ পরিদর্শন করবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply