নামমাত্র বেতনে চাকরি পেলেন ওবামা!

|

US President Barack Obama, speaking of receiving injections, frowns while addressing the American Nurses Association House of Delegates June 16, 2010 at a hotel in Washington, DC. AFP PHOTO/Mandel NGAN (Photo credit should read MANDEL NGAN/AFP/Getty Images)

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চাকরি পেয়েছেন। দেশের সর্বোচ্চ দায়িত্ব থেকে অবসর নেয়ার পর এতদিন ঘুরে ফিরেই কাটছিল ওবামার। এবার যেন থিতু হওয়ার পালা। জুরি হিসেবে দায়িত্বগ্রহণের জন্য ওবামাকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের কুক কাউন্টি। ওবামারও সায় রয়েছে। নতুন চাকরিতে ওবামার বেতন সামান্যই, প্রতিদিন মাত্র ১৭.২৫ ডলার! এ দিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ঘর সংসার চালাতে পারবেন তো!

আসলে, এর আগেও এমন দায়িত্বে দেখা গেছে সাবেক মার্কিন প্রেসিডেন্টদের। বিল ক্লিনটনের পর তার প্রতিপক্ষ শিবিরের জর্জ বুশও অবসরের পর বিচারিক কাজে সম্পৃক্ত হয়েছিলেন। তাছাড়া, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন ওবামা। মার্কিন সিনেটে যোগ দেওয়ার আগে ১২ বছর শিকাগো বিশ্ববিদ্যালয়ে আইনের শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন তিনি। আইনজীবী হিসেবেও কাজ করেছেন বেশ কিছুদিন। ফলে এমন চাকরি ওবামা পেতেই পারেন। অবশ্য, জুরি হিসেবে তিনি শুধু আইনি পরামর্শ দিবেন। কোনও রায় দিতে পারবেন না।

কুক কাউন্টির প্রধান বিচারপতি টিমোথি ইভান্স জানান, ‘ নাগরিক ও সমাজের একজন বাসিন্দা হিসেবে সরকারি এ দায়িত্ব পালন করতে আগ্রহী, তার প্রতিনিধির মাধ্যমে এটি সুস্পষ্ট করেছেন ওবামা।’

ওবামার  নিরাপত্তার বিষয়টিতে তাদের অগ্রাধিকার থাকবে বলে জানান টিমোথি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে অবসরের পর নামমাত্র মূল্যে সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত  হওযার চল আছে।

যমুনা অনলাইন: টিএফ

 

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply