‘আমার ফাঁসি চাই’ লিখে ফেসবুকে পোস্ট আওয়ামী লীগ নেত্রীর

|

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পেয়ে নিজের ফাঁসি চেয়েছেন এক আওয়ামী লীগ নেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার একটি পোস্ট বেশ আলোচনার জন্ম দিয়েছে। নাজনীন আলম নামে এই নেত্রীর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।

শনিবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটের দিকে ফেসবুকে ‘আমার ফাঁসি চাই’ শিরোনামে স্ট্যাটাস দেন তিনি। তাতে তিনি নিজের ফাঁসি চাওয়ার কিছু কারণ ব্যাখ্যা করেন।

নাজনীনের পোস্ট হচ্ছে এরকম–

“আমার ফাঁসী চাই..!!

১) কেন হাই কমান্ডের আশ্বাসকে সরল মনে বিশ্বাস করেছিলাম!
২) এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের পাশে থাকার প্রয়োজন কেন অনুভব করেছিলাম!
৩) এমপি/সিনিয়র কোন নেতার পরিবারের সদস্য কেন আমি হলাম না!
৫) কেন দলের নাম ভাঙ্গিয়ে একটি পয়সা রোজগারের ধান্ধা করিনি!
৬) কেন দলের জন্য কাজ করতে গিয়ে দিনে দিনে নি:স্ব হতে গেলাম!
৭) কেন জনসমর্থন অর্জনের চেষ্টা করেছিলাম!
৮) কেন দলের ভোট ব্যাংক সমৃদ্ধ করতে সদা তৎপর ছিলাম!
৯) কেন তদ্বীর/তেলবাজি ঠিকমত করতে পারলাম না!
১০) কেন সমর্থকদের বার বার কাঁদাচ্ছি!!

—সম্ভবত: এ সবই আমার ভুল/অপরাধ.. !
এজন্য আমার শাস্তি হওয়া উচিত।।”

রোববার বিকাল পর্যন্ত পোস্টটিতে সাড়ে পাঁচ হাজারের বেশি ব্যবহারকারী ‘রিয়েকশন’ দিয়েছেন। শেয়ার করেছেন চার শতাধিক জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply