ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে: ইয়াফেস ওসমান

|

ডিজিটাল বাংলাদেশকে আরো এগিয়ে বিজ্ঞানীদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। সকালে সাইন্স ল্যাবরেটরিতে আয়োজিত সেক্টর লিডারস ওয়ার্কসপ উদ্বোধন করে একথা বলেন মন্ত্রী।

এসময় তিনি আরো বলেন, বিজ্ঞানীদের আন্তরিক প্রচেষ্টা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। সরকার বিজ্ঞান শিক্ষার প্রসারে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্পের যথাযথ বাস্তবায়ন হলে প্রযুক্তি বান্ধব দেশ হবে বলেও জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

কর্মশালায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply