খাশোগি হত্যাকাণ্ডে জড়িত সৌদি প্রশাসন: জাতিসংঘ

|

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত ছিলো সৌদি প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার সংস্থার তদন্তকারী দলের সদস্য অ্যাগনেস ক্যালামার্ড জানান এসব তথ্য।

তিনি জানান, তথ্য-প্রমাণ অনুযায়ী খাশোগি হত্যাকাণ্ড ছিলো পূর্ব পরিকল্পিত। হত্যাকাণ্ডের সময়ের অডিও রেকর্ড ও দূতাবাসের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেন তিন সদস্য বিশিষ্ট তদন্তকারী দল। এছাড়া সৌদি প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন তারা। যদিও সৌদি প্রশাসনের যথাযথ সহায়তা পাননি বলেও অভিযোগ করেন অ্যাগনেস। খাশোগি হত্যার দায়ে ১১ সৌদি নাগরিকের ফাঁসির রায়ের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply