গ্যাটকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ২৭ ফেব্রুয়ারি

|

দুদকের আইনজীবীর অভিযোগপত্র উপস্থাপনের মধ্যে দিয়ে শুরু হলো গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ মামলার অন্যান্য আসামিরা শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন। ২৭ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

দুপুরে বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার তিন নম্বর বিশেষ জজ সৈয়দ দিলজার আহমেদের আদালতে মামলার অভিযোগপত্র উপস্থাপন করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মামলার অন্য আসামিরা উপস্থিত ছিলেন।

অভিযোগপত্রে দুদকের আইনজীবী বলেন, আসামিরা পরস্পরের যোগসাজসে অবৈধভাবে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং ও কমলাপুর আইসিডি’র কাজ পাইয়ে দেয়ার মাধ্যমে রাষ্ট্রের প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতি করেছেন।

তবে, এটি রাজনৈতিক উদ্দেশ্যেপ্রনোদিত মামলা বলে উল্লেখ করেন আসামিপক্ষের আইনজীবীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply