সীমান্তে হঠাৎ বাংলাদেশী হত্যাকাণ্ড বাড়ায় উদ্বিগ্ন সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

|

সীমান্তে হঠাৎ বাংলাদেশী হত্যাকাণ্ড বাড়ায় উদ্বিগ্ন সরকার। এ নিয়ে শীগগিরই বিজিবি ও বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

দুপুরে, সচিবালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রি জানান, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচী নির্বিঘ্নে পালনে সব ব্যবস্থা নেয়া হয়েছে।

এ সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রি জানান, সীমান্ত হত্যাকাণ্ড যাতে না হয় সেজন্য বিএসএফ-বিজিবি কথা বলছে। শিগগিরই উচ্চ পর্যায়ে বৈঠক হবে। সীমান্ত হত্যাকাণ্ড কেন বাড়ছে তা নিয়েও বৈঠকে আলোচনা হবে। বিনা বিচারে যারা কারাগারে আটক আছেন তাদের বয়স ও শারীরিকভাবে সক্ষমতা বিচারে শনাক্ত করে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মুক্তির ব্যবস্থা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply