বরগুনার পাথরঘাটায় এক মণ হরিণের মাংস জব্দ

|

বরগুনার পাথরঘাটা পক্কিদিয়া এলাকায় অভিযান চালিয়ে ১ মন হরিণের মাংস, ১টি মাথা ও ২টি চামড়া জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার ভোররাতে নিয়মিত টহলে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর ও পায়রা নদীর মোহনার পক্কিদিয়া এলাকায় অভিযান চালিয়ে হরিণের চামড়া, মাথা ও মাংস উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করতে পারেননি কোস্টগার্ড সদস্যরা।

কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট জহুরুল ইসলাম বলেন, চোরা শিকারিরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে তার মাংস বিক্রির উদ্দেশ্যে লোকালয়ে নিয়ে আসছে, এই সংবাদে কোস্টগার্ড সদস্যরা পক্কিদিয়া এলাকায় অভিযানে যায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে আগেই সটকে পড়ে চোরা শিকারিরা। পরে সেখান থেকে শিকার নিষিদ্ধ হরিণের দুটি চামড়া, একটি মাথা ও ৪০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

বুধবার কোন এক সময়ে চোরা শিকারিরা সুন্দরবন থেকে হরিণ শিকার করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পালিয়ে যাওয়া শিকারিদের শনাক্ত করার চেষ্টা চলছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাংস কেরোসিন দিয়ে মাটিতে পুতে ফেলা হয়েছে, চামড়া দুটি সংরক্ষণের জন্য রাখা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply