চাকরি স্থায়ীকরণের দাবিতে অতিরিক্ত শ্রেণিশিক্ষকদের প্রতীকী অনশন

|

বকেয়া বেতনসহ চাকরি স্থায়ীকরণ অথবা পরবর্তী প্রকল্পে স্থানান্তরের দাবিতে প্রতীকী অনশন পালন করছেন অতিরিক্ত শ্রেণিশিক্ষকরা (এসিটি)।

মঙ্গলবার কর্মসূচির তৃতীয় দিন প্রেসক্লাবের সামনে ২৪০ উপজেলার প্রায় ২৫০ জন অনশনে অংশ নিয়েছেন।

অ্যাডিশনাল ক্লাস টিচার্স অ্যাসোসিয়েশনের নেতারা জানান, আমাদের দাবি আদায়ের জন্য আমরা দুদিন ধরে এখানে অবস্থান করছি।

আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মানোন্নয়নে নতুন প্রকল্প এসইডিপিতে সেকায়েপের বিভিন্ন কম্পোন্যান্টের (পাঠাভ্যাস ও উপবৃত্তি) কার্যক্রম চালু হয়।

তবে এসব শিক্ষকর চাকরি স্থায়ী করার কোনো পদক্ষেপ নেয়া হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply