কক্সবাজারের পথে খালেদা জিয়া

|

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল সাড়ের দশটার দিকে গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা দেন তিনি। দীর্ঘদিন পর ঢাকার বাইরে সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। ৩১ অক্টোবর ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

রাজধানীর নয়াপল্টন কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের গাড়ি বহরে যুক্ত হবে। আজ শনিবার ফেনীতে যাত্রাবিরতি ও চট্টগ্রামে রাত্রিযাপন করে পরদিন কক্সবাজার যাবেন খালেদা জিয়া। ৩০ অক্টোবর কক্সবাজারের বালুখালী ময়নাগুনা হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে চট্টগ্রামে ফিরবেন তিনি।

সফর শুরুর আগে খালেদা জিয়ার গুলশানের বাসার সামনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আশা করি রোহিঙ্গা শিবির পরিদর্শনে খালেদা জিয়ার সফরে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। রোহিঙ্গা সংকট সমস্যা সমাধানে সরকারকে আরও আন্তরিকভাবে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে বলে তিনি মন্তব্য করেন।

একই সাথে মিয়ামারের বিরুদ্ধে প্রভাবশালী দেশগুলোকে সোচ্চার করতে ব্যর্থ হলে এ সংকটের সমধান হবে না বলে মনে করেন মির্জা ফখরুল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply