গরুর মাংস বহন করায় ৩ চীনা নাগরিক গ্রেফতার, রিমান্ড মঞ্জুর

|

১০ কেজি গরুর গোশত সহ পাঁচ জনকে গ্রেফতার করল ভারতের নাগপুর থানার পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে আবার তিন জন চীনের নাগরিক। গত ১৮ জানুয়ারি খাপাজেলা থেকে একটি গাড়ি গুরুগ্রামের দিকে যাচ্ছিল। এ বিষয়ে আগাম খবর ছিল পুলিশের কাছে। সেই গাড়িতে তল্লাশি চালাতেই ১০ কেজি মাংস উদ্ধার হয়। পুলিশ জিজ্ঞাসা করলে সেটা কিসের মাংস গাড়ির কোনও আরোহীই সেটা স্পষ্ট করে বলতে পারেনি।

ফলে ১০ কেজি মাংস বাজেয়াপ্ত করে তার নমুনা পরীক্ষার জন্য পাঠায় পুলিশ। পরীক্ষায় জানা যায় সেগুলো গরুর মাংস। তারপরেই মহারাষ্ট্র পশু সুরক্ষা আইনে গত শুক্রবার গ্রেফতার করা হয় পাঁচ জনকে।

গাড়ির চালক ফিরোজ শেখ (‌২৯)‌, দেবেন্দ্র নারগালে (‌৩১)‌ সহ তিন চীনা নাগরিক লি চু চুং (‌৫৫)‌, লু ওয়েং চুং (‌৫১)‌ এবং লু ওং কং (‌৫৩)‌ কে গ্রেফতার করা হয়। সাওনের আদালতে তাদেরকে শনিবার পেশ করা হলে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

ম্যাজিস্টেরিয়াল রিমান্ড মঞ্জুর করে নাগপুর কেন্দ্রীয় সংশোধনাগারে তাদের রাখা হয়েছে। এদের মধ্যে লি চু চুং অসুস্থ হয়ে পড়ায় তাঁকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেফতার তিন চীনা নাগরিক চাইনিজ একটি কয়লা কোম্পানির কর্মী। খনির টেকনিসিয়ান এবং ম্যানেজার পদে কাজ করেন তারা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টিভি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply