ফিলিস্তিনে সব রকমের সহায়তা বন্ধের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

|

ইসরায়েল অধিকৃত পশ্চিমতীর ও গাজায় ফিলিস্তিনিদের জন্য সব রকমের সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড)। গণমাধ্যমে পাঠানো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির কথা জনানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন কর্তৃক ফিলিস্তিনকে ‘সন্ত্রাসবাদী কর্মকান্ড’ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ব্যর্থ হওয়ার পরে (ইউএসএইড) ফিলিস্তিনে নিরাপত্তা প্রদানসহ অন্যান্য সব রকমের সহায়তা বন্ধের ঘোষণা দিলো। অধিকৃত পশ্চিমতীর, গাজা এবং জর্ডানে অবস্থানরত ফিলিস্তিনিরা এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত থাকবে।

এর ফলে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর জন্যে বরাদ্দ দেয়া প্রায় ৬০ মিলিয়ন ডলারের অর্থ সাহায্য বন্ধ হয়ে যাবে, যা পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর সাথে যৌথভাবে শান্তি রক্ষায় ব্যবহৃত হতো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply