বাংলাদেশ সাথে সর্ম্পকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ গণতন্ত্র এবং মানবাধিকার: ইইউ রাষ্ট্রদূত

|

বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ গণতন্ত্র এবং মানবাধিকার। আজ সকালে রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসজে তেরিংক এ কথা বলেন।

কসমস ফাউন্ডেশন আয়োজিত ‘অ্যাম্বাসেডর লেকচার সিরিজ’ এর অংশ হিসেবে কসমস ডায়ালগের আয়োজন করা হয়।

এসময় রাষ্ট্রদূত আরও বলেন, জিএসপি প্লাসে পৌঁছাতে হলে মানবাধিকার, নিরাপত্তা এবং শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে বাংলাদেশকে।

অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব শহিদুল হক বলেন, বাংলাদেশ এখন আর আগের মতো দুর্বল অবস্থায় নেই। জিএসপি প্লাস নিয়ে আলোচনা শুরুর সময় এসেছে বলেও উল্লেখ করেন তিনি। সচিব বলেন, বিদেশ প্রায় দশ লাখ অবৈধ বাংলাদেশী অভিবাসী রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান পররাষ্ট্রসচিব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply