দুদকের ভুয়া কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ আদায়ের সময় আটক ২

|

দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে দু’জনকে আটক করেছে র‍্যাব। গত রাতে রাজধানীর হাজারীবাগ থেকে তাদের আটক করা হয়।

আজ সকালে রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর কোম্পানী কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, এই চক্রটি বিগত ৫ বছর ধরে এই প্রতারণার সাথে জড়িত। এখন পর্যন্ত তারা বিভিন্ন সরকারি অফিসের ৫০০ জনের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই চক্রের পেছনে আরো যারা জড়িত রয়েছে তাদের ধরতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply