জাতীয় পার্টির প্রার্থী শাফিনের মনোনয়ন বাতিল

|

ঋণখেলাপি হওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়র পদে ব্যান্ডশিল্পী শাফিন আহমেদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

শনিবার যাচাই-বাছাই শেষে শাফিনের মনোনয়ন বাতিল ঘোষণা করে ইসি।

এদিন অন্য পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বৈধ হওয়া প্রার্থীরা হলেন-আতিকুল ইসলাম, আনিসুর রহমান দেওয়ান, ববি হাজ্জাজ, শাহীন খান ও আব্দুর রহিম।

জাতীয় পার্টির প্রার্থী ছিলেন ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ। তিনি গত ২৮ জানুয়ারি জাতীয় পার্টি থেকে তিনি এ ফরম সংগ্রহ করেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply