জন এফ কেনেডি হত্যাকাণ্ডের প্রায় ২ হাজার ৮শ নথি প্রকাশ

|

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের তদন্ত সংশ্লিষ্ট প্রায় ২ হাজার ৮শ নথি প্রকাশের অনুমতি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এ অনুমতি দেয়া হয়।

১৯৯২ সালে কংগ্রেসের দেয়া রায় অনুসারেই হত্যাকাণ্ডের গোপন নথি প্রকাশ করা হচ্ছে। নির্দেশনা অনুযায়ী কেনেডি হত্যাকাণ্ডের ২৫ বছরের মধ্যে নথিগুলো প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। আমেরিকান ন্যাশনাল আর্কাইভ এ নথি গুলো প্রকাশ করবে। শেষ নথিগুলো প্রকাশের অনুমতি দিলেও তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে এখনও অপ্রকাশিত থাকছে শেষ ২শ নথি। বিশ্লেষকরা বলছেন গোপন নথিগুলো প্রকাশ হলে জানা যাবে হত্যার অনেক রহস্য। এ পর্যন্ত কেনেডির হত্যা সংক্রান্ত ৯০ শতাংশ নথিই জনগণের সামনে উন্মুক্ত করা হয়েছে। ১৯৬৩ সালে টেক্সাসের ডালাসে গুপ্ত হত্যার শিকার হন কেনেডি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply