বিএনপির একটি গ্রুপ সংসদে যেতে চায়: মোহাম্মদ নাসিম

|

বিএনপির একটি গ্রুপ সংসদে যেতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে চলমান রাজনীতি নিয়ে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

বিএনপিকে সংসদে আসার অনুরোধ জানিয়ে নাসিম বলেন, রাগ-অভিমান বেশিদিন থাকবে না, তারা পার্লামেন্টে আসবে। তাদের অনুরোধ করছি আসুন সংসদে। নাহলে বড় সুযোগ হারাবেন।

নাসিম বলেন, যাকে নিয়ে শঙ্কা ছিলো সেই ডোনাল্ড ট্রাম্পও স্বীকৃতি জানিয়েছে। কোথাও আর শঙ্কা নাই। নির্বাচন নিয়ে প্রশ্ন না তুলে পার্লামেন্টে যান। আমাদের চাপে রাখেন। দেশের উন্নয়ন হবে। আসুন কথা বলুন, সমালোচনা করুন। ভুলত্রুটি ধরিয়ে দেন। আমরা চাই না সংঘাত থাকুক। সংসদে উত্তাপ তৈরি করুন।

তিনি আরও বলেন, বিএনপি একটা মিছিল করতে গিয়ে কান্নাকাটি করছে। অথচ নির্যাতন সহ্য করেছে আওয়ামী লীগ।
বিএনপি যেন আওয়ামী লীগ থেকে শিক্ষা নেয় কিভাবে নির্যাতন সহ্য করতে হয়।

মোহাম্মদ নাসিম বলেন, এখন টিভি ইন্টারনেটের যুগ। তাই সংসদে আসুন আপনাদের কথা মিডিয়া প্রচার করবে। উত্তাপ আর কোনভাবেই হবে না রাজনীতিতে। মানুষ এখন মনে করে উন্নয়ন ও গণতন্ত্র একসাথে চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply