মাদারীপুরে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী আটক, মোবাইল জব্দ

|

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-৮।

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার থানতলী এলাকা থেকে সাগর হোসেন (১৮) নামের ওই যুবককে আটক করা হয়।

আটককৃত সাগর মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শেণির ছাত্র ও থানতলী এলাকার লায়েক আলী হাওলাদারের ছেলে।

র‌্যাব-৮ জানায়, আসন্ন এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র সরবরাহ করার জন্য সাগর প্রথমে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে। পরে সেই আইডি দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সাগরের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৮। পরে সেখান থেকে প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন, একাধিক সীমকার্ডসহ সাগরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর প্রশ্নপত্র ফাঁসচক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার রইছউদ্দিন জানান, সাগরের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে সদর থানায় মামলা দায়েরের পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে র‌্যাবের নিয়মিত অভিযান চলবে। এছাড়া রাজৈর উপজেলার বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে র‌্যাব। পরে তাদের আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply