১ হাজার ১০০ কোটি ডলারের লোকসান যুক্তরাষ্ট্রের

|

দীর্ঘ শাটডাউনে ১ হাজার ১০০ কোটি ডলারের লোকসান হয়েছে যুক্তরাষ্ট্রের। সোমবার, কংগ্রেশনাল বাজেট অফিস জানায় এ তথ্য।

বাজেট অফিসের এক বিবৃতিতে জানানো হয়, টানা ৩৫ দিনের অচলাবস্থায় ৮ লাখের বেশি সরকারি চাকুরিজীবী বিনা বেতনে কাজ করেছেন। এ অচলাবস্থার ফলে ২০১৯ সালের জন্য প্রত্যাশিত অর্থনৈতিক উন্নয়নের তুলনায় ০.০২ শতাংশ কম প্রবৃদ্ধি হবে।

বিবৃতিতে আরও জানানো হয়, লোকসানের ৮শ’ কোটি ডলার উদ্ধার করা সম্ভব হলেও বাকি ৩শ’ কোটি ডলারের ব্যপারে এখনও রয়েছে অনিশ্চয়তা। কারণ, মেক্সিকো সীমান্তে দেয়াল নিমার্ণে অর্থছাড়ের শর্তে মাত্র ৩ সপ্তাহের জন্য সরকারি খাতগুলোর অর্থ-বরাদ্দ বিলে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর হুমকি, কোন সমঝোতা না হলে আবারও শুরু হবে শাটডাউন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply