ঐক্যফ্রন্ট সংসদে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অটল: রিজভী

|

জাতীয় ঐক্যফ্রন্টের সংসদে না যাওয়ার সিদ্ধান্ত এখনো অটল আছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি ঐক্যফ্রন্টের এ সিদ্ধান্তের কথা পুনর্ব্যাক্ত করেন।

রিজভী বলেন, প্রহসনের এই নির্বাচনে সংসদে যাওয়ার কোনো মানে নেই। খালেদা জিয়ার জামিনে আইনী বাধা না থাকলেও সরকারের ইচ্ছেয় তাকে জেলা রাখা হয়েছে।

আওয়ামী লীগের দুঃশাসন চলছে জানিয়ে রিজভী বলেন, কোনো পুলিশ সরকারের বিরুদ্ধে গেলেও তাকের আক্রমণের মুখে পড়তে হয়। আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়ায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরমভাবে অবনতি হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী আহেদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply