অলক কাপালীতেই আস্থা সিলেটের

|

ডেভিড ওয়ার্নার চলে যাওয়ার পর সিলেট সিক্সার্স ঘোষণা দেয় তাদের নতুন অধিনায়ক সোহেল তানভির। কিন্তু এক ম্যাচে নেতৃত্ব দেয়ার পর পাকিস্তানি এই পেসারের উপর আস্থা রাখতে পারেনি সিলেট।

শুক্রবার চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে অধিনায়ক বদলে এবার নেতৃত্ব দেয়া হল অলক কাপালীকে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অলরাউন্ডার সিলেটকে এনে দিলেন তৃতীয় জয়।

বয়স ৩৫ হলেও এখনও দলের জন্য কিছু না কিছু অবদান রেখে যাচ্ছেন কাপালী। এখন পর্যন্ত সিলেটের হয়ে সব ম্যাচই খেলেছেন। রাজশাহীর বিপক্ষে কাল টসে হারলে ম্যাচ হারেননি কাপালী।

ব্যাটিংয়ে ১৪ বলে করেছেন অপরাজিত ১৬ রান। বোলিংয়ে নিয়েছেন দুটি উইকেট। রাজশাহীর বিপক্ষে ৭৬ রানের বিশাল জয় পেয়েছে সিলেট।

অবশ্য ম্যাচসেরা হয়েছেন নেতৃত্ব হারানো সেই সোহেল তানভিরই। নয় ম্যাচে তিন জয়ে শেষ চারের আশা টিকিয়ে রেখেছে কাপালীর সিলেট। নিজেদের শেষ তিন ম্যাচে জিততে পারলে তাদেরও কোয়ালিফায়ার পর্বে খেলার সম্ভাবনা থাকছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply