বস্তিবাসীর জন্য ১০ হাজার ফ্ল্যাট প্রকল্পের ভিত্তি স্থাপন

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজধানীর বস্তিবাসীরা এখন যে ভাড়া দেন তার চেয়েও কম দামে তাদেরকে ফ্ল্যাট দেয়া হবে।

আজ বৃহস্পতিবার সকালে বস্তিবাসীর জন্য ভাড়াভিত্তিক ১০ হাজার আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোহাম্মদপুর হাউজিং সোসাইটি, ধানমন্ডিতে আবাসিক ফ্ল্যাট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী।

মাসিক-সাপ্তাহিক এমনকি দৈনিক ভিত্তিতে ভাড়া পরিশোধের সুযোগ থাকবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বস্তিবাসীর জন্য বঙ্গবন্ধু বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হচ্ছে।

বস্তি দেশের জন্য সম্মানজনক নয় বলে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, বস্তিতে বসবাসকারীদেরও অধিকার আছে ভালোভাবে বাঁচার। তা বাস্তবায়ন করাই এই সরকারের দায়িত্ব। তাদের জীবনমান উন্নয়নে সবই করা হবে।

বস্তির মানুষের জন্য ফ্ল্যাট নির্মাণের এ ধারা অব্যাহত থাকবে বলে জানান প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply