ইন্দোনেশিয়ায় হঠাৎ বন্যা, নিহত ৩০

|

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাভেসি’তে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে অন্তত ৩০ জনের। কর্তৃপক্ষের দাবি, কমপক্ষে ২৫ জন এখনও নিখোঁজ।

দেশটির আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার থেকে অঞ্চলটিতে ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে। এরই প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে ৩ হাজার মানুষকে।

এদের মাঝে ৪৬ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া দুর্গম এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছানো হচ্ছে জরুরি ত্রাণসেবা। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, বন্যার পানিতে ডুবে বা মাটিচাপায় প্রাণ হারিয়েছেন হতভাগ্যরা। নিখোঁজদের সন্ধানে এখনও চলছে তল্লাশি। গেলো অক্টোবরে, সুলাভেসিতে হওয়া বন্যায় প্রাণ হারিয়েছিলো অন্তত ২২ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply