শিগগিরই রোহিঙ্গাদের ভাষাণচরে নেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

|

ভাষাণচরে অবকাঠামো নির্মাণ কাজ অনেকটাই এগিয়েছে, কাজ শেষ হলে শিগগিরই রোহিঙ্গাদের সেখানে স্থানান্তর করা হবে, এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সকালে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও জানান, আগামী মাসে ভারত সফরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। তবে তিস্তার বিষয়ে আলোচনা হবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply