মাদারীপুরে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ফেরিঘাট এলাকা থেকে বিপুল পরিমান ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প ও সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের মেজর তালুকদার নাজমুস সাকিব ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে সোমবার বিকেলে জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব।

অভিযানকালে ঢাকাগামী জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিস নামক একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো-ট-২০-৭২৭৫) তল্লাশি করে চালকের সিটের নিচে থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় কাভার্ড ভ্যানের চালক মোঃ জাকির হোসেন (৪৫) ও মোঃ মেহেদী হাসানকে (১৯) আটক করে র‌্যাব।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, উদ্ধারকৃত ফেনসিডিল সাতক্ষীরা থেকে নারায়ণগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছিল।

আটক জাকির ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাগৈর মাজের হাটি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ও মেহেদী খুলনা জেলার খালিশপুর থানার আলমনগর গ্রামের মোঃ আবুল হাসেনের ছেলে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply