হামাসকে আবারও অর্থ সহায়তা দেয়া শুরু করছে কাতার

|

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের পরিচালিত সরকারকে বেশ কিছুদিনের বিরতির পর আবারও অর্থ সহায়তা দেয়া শুরু করছে কাতার সরকার। চলতি সপ্তাহের শেষের দিকে ১৫ মিলিয়ন ডলারের (১২৬ কোটি টাকা প্রায়) একটি কিস্তি পাবে হামাস সরকার। কর্মকর্তা-কর্মচারিদের বেতন-ভাতা দেয়ার জন্য হামাস সরকার কাতারি অর্থ সহায়তার ওপর নির্ভরশীল।

গাজায় কাতারি দূত মোহাম্মদ আল এমাদি রয়টার্সকে বলেছেন, চলতি কিস্তির টাকা গত সপ্তাহে ফিলিস্তিনে পৌঁছার কথা থাকলেও আগামী বুধবার তা পৌঁছাতে পারে। তিনি আরও জানান, ইসরায়েল-ফিলিস্তিন সীমান্তে সাম্প্রতিক সহিংসতার কারণে ইসরায়েলি সরকার এই অর্থ প্রবেশ আটকে দিয়েছিল।

গত বছর গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো বর্বরতায় মানবিক বিপর্যয় দেখা দেয়। এতে কাতার ৯০ মিলিয়ন ডলার অনুদান দেয়ার প্রতিশ্রুতি দেয়। তবে ইসরায়েলি সরকারের বাধার কারণে তা একসাথে না দিয়ে ৬টি আলাদা কিস্তিতে দিতে হচ্ছে কাতারকে। এরআগে দুটি কিস্তি পরিশোধ করা হয়েছে। ইসরায়েল সরকার শর্ত দিয়েছে গাজায় সহিংসতা বাড়লে কাতারের অর্থ আটকে দেবে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply