সুশাসন প্রতিষ্ঠাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ : হাসানুল হক ইনু

|

গাইবান্ধা প্রতিনিধি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত নির্দেশনায় দেশ আজ উন্নতির দিকে ধাবিত হচ্ছে। দূর্নীতি, বৈষ্যম্য হটিয়ে সুশাসন প্রতিষ্ঠাই হবে বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ।

আজ রবিবার বিকেলে সাদু্ল্যাপুর মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন।

এসময় তিনি গাইবান্ধা ৩(সাদুল্লাপুর-পলাশবাড়ি) স্থগিত আসনে আগামী ২৭ জানুয়ারীর নির্বাচনে মশাল প্রতিকের প্রার্থী খাদেমুল ইসলাম খুদিকে ভোট দেওয়ার আহবান জানান।

সাদুল্যাপুর উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শিশির রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি।

উল্লেখ্য’ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচন স্থগিত থাকায় আগামী ২৭ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে আ’লীগের ডা. ইউনুস আলী, জাসদের এসএম খাদেমুল ইসলাম খুদি, জাতীয় পাটির ব্যারিস্টার দিলারা খন্দকারসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply