যদি ভুল করতাম তাহলে মানুষ অবশ্যই আমাদেরকে ভোট দিত না: প্রধানমন্ত্রী

|

আঞ্চলিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে পারস্পারিক সমঝোতার ভিত্তিতে সব দেশের সাথেই কাজ করতে আগ্রহী বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন নিউজএইটিন’কে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের দেশের মানুষ তাদের গণতান্ত্রিক ভোটাধিকার সম্পর্কে খুবই সচেতন। যদি আমরা ক্ষমতায় থাকাকালীন কোনো ভুল করতাম তাহলে মানুষ অবশ্যই আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করতো না। এ কারণে গত নির্বাচনে বাংলাদেশে ‘এন্টি ইনকাম্বেন্সি’ (ক্ষমতাসীনদের বিরুদ্ধে থাকা মনোভাব) কাজ করেনি।’

সিএনএন-নিউজ এইটিন-কে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনীতি এবং ভারত-চীনের সাথে সম্পর্ক নিয়ে বিভিন্ন কথা বলেন শেখ হাসিনা। এসময় চীনের আলোচিত প্রকল্প, ওয়ান বেল্ট ওয়ান রোড নিয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্ব ‘গ্লোবাল ভিলেজ’-এ পরিণত হয়েছে। যেখানে পারস্পারিক সহযোগীতার কোনো বিকল্প নেই। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই চীনের সাথে সম্পৃক্ত বাংলাদেশ।

শেখ হাসিনা আরও জানান, বিসিআইএম ইকোনোমিক করিডোর চুক্তির মাধ্যমে আগে থেকেই সংযুক্ত বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং পাকিস্তান। তাই ‘ওয়ান বেল্ট ওয়ান রোডে’ ঢাকার সংযুক্ত হওয়া নিয়ে ভারতের উদ্বিগ্ন হবার কারণ নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply