ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ, রাগে-ক্ষোভে গৃহবধুর আত্মহত্যা

|

প্রতীকী ছবি।

ধর্ষণের শিকার হওয়ার পর প্রায় এক বছর পার হয়েছে। অভিযুক্ত দুই ধর্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না পুলিশ। উল্টো মামলাটি ডিসমিস করে দেয়ার প্রস্তুতি নিচ্ছে! এই খবর জানতে পেরে ভুক্তভোগী নারী ক্ষোভ আর হতাশায় আত্মহত্যাই করে বসলেন।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে।

২৮ বছর বয়সী ওই গৃহবধুর স্বামী একজন দিনমজুর। তাদের তিনটি ছেলে-মেয়ে রয়েছে। স্বামী জানিয়েছেন, আমরা স্ত্রী খুব হতাশ হয়ে গিয়েছিল। সে বলেছিল যদি সে সুবিচার না পায় তাহলে আত্মহত্যা করবে। শেষ পর্যন্ত তা-ই করলো।

এদিকে স্থানীয় উন্নাও থানার পুলিশ জানিয়েছে, ওই নারী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

গত বছরের ৭ ফেব্রুয়ারি ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করে থানায় অভিযোগ করেছিলেন একই বছরের ৭ আগস্ট। অভিযুক্তরা ভিডিওতে ধর্ষণের দৃশ্য ধারণ করে তাকে হুমকি দিয়েছিল ঘটনা প্রকাশ করলে তারা ইন্টারনেটে ভিডিও ছেড়ে দেবে। পরে তারা তাকে সেই ভিডিও দিয়ে ব্লাকমেইল করতে চাইলে তিনি পুলিশে অভিযোগ করেন।

নিহতের স্বামী জানিয়েছেন, তারা এর বিচার পেতে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন গত সেপ্টেম্বরে। কিন্তু দেখা করতে পারেননি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply