ভিশন-২০২১ বাস্তবায়নে জাপানের সহায়তা অব্যাহত থাকবে

|

ভিশন-২০২১ বাস্তবায়নে বাংলাদেশের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন সফররত জাপানি অর্থ প্রতিমন্ত্রী তোশিমিশু মোতেগি। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি আশ্বাস দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতকালে তিনি বলেন, বাংলাদেশের প্রযুক্তিখাতে বিনিয়োগ করতে জাপান বেশি আগ্রহী। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান জাপানি প্রতিমন্ত্রী। বর্তমান সরকারের সময়ে দু’দেশের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে বলেও মন্তব্য করেন জাপানের অর্থ প্রতিমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়নে জাপান মডেল। বাংলাদেশে প্রযুক্তিখাতে নানা সহায়তা ও প্রশিক্ষণের আহ্বান জানান শেখ হাসিনা। এসময় জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply