এবারের নির্বাচন গণতন্ত্রের জন্য সুখকর হয়নি: টিআইবি

|

এবারের জাতীয় নির্বাচন গণতন্ত্রের জন্য সুখকর হয়নি বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ভোটের অসঙ্গতি খতিয়ে দেখতে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি।

৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে ৫০ আসনে চালানো গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সরকারের নৈতিক ভিত্তি নিশ্চিত ও জনমনে আস্থা অর্জনেও বিচারবিভাগীয় তদন্ত প্রয়োজন বলে মনে করেন তিনি।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি জানিয়ে ড. ইফতেখার বলেন, সম্ভাব্য আইন প্রণেতাদের মাঝে আইন মানার মানসিকতাও ছিলো না। টিআইবির চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, সকলকে সমান সুযোগ দেয়া না হলে সে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply