মজুরি সমন্বয়ের সিদ্ধান্তের পর কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

|

মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত গ্রহণের পর আজ কাজে যোগ দিয়েছেন সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। রোববাল সকালে নির্ধারিত সময়ের আগেই নিজ নিজ কর্মক্ষেত্রে যোগ দেয় তারা।

গতকাল শ্রম মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় বৈঠকে মজুরি সমন্বয়ের সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করেন কাজে যোগদানকারীরা। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আজও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। টহলে আছে বিজিবি সদস্যরাও।

প্রসঙ্গত, গতকাল সরকারের পক্ষ থেকে বর্তমান মজুরি কাঠামোতে সংস্কারের প্রস্তাব প্রকাশ করা হয়। তাতে গ্রেডভেদে মোট মজুরিতে ১৫ টাকা থেকে ৭৪৭ টাকা বেড়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply