নাইকো মামলার পরবর্তী শুনানি ২১ জানুয়ারি

|

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি।

পুরাতন কারাগারে স্থাপিত বিশেষ আদালতে বিচারের নামে ক্যামেরা ট্রায়াল হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ও নাইকো দুর্নীতি মামলার আসামি ব্যারিস্টার মওদুদ আহমেদ। দুপুরে মামলার অভিযোগ গঠনের শুনানিতে অংশগ্রহণ শেষে গণমাধ্যমে এ অভিযোগ করেন তিনি। আগামী ২১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

দুপুর সাড়ে বারোটার দিকে মামলার আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে আদালতের কার্যক্রম শুরু হলে অভিযোগ গঠনের ওপর নিজের অসমাপ্ত বক্তব্য উপস্থাপন করেন মওদুদ আহমদ। তিনি  বলেন, বিএনপি সরকার নতুন কোন চুক্তি করেনি শুধুমাত্র আগের সরকারের চুক্তির ধারাবাহিকতা বজায় রেখেছে।

আর দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে নাইকোর হাতে গ্যাসফিল্ড তুলে দিয়ে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার কোটি টাকা নষ্ট করেছে। এদিন মোট পাঁচ আসামির শুনানি অনুষ্ঠিত হয়। এছাড়া আসামি গিয়াস উদ্দিন আল মামুনের কারাগার পরিবর্তনের আবেদন মঞ্জুর করেন আদালত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply