যে কারণে ৩ বছরে ১০ লাখের বেশি অভিবাসী নেবে কানাডা

|

কানাডা আগামী তিন বছরে ১০ লাখের বেশি স্থায়ী অভিবাসী নেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। গতকাল দেশটির পার্লামেন্ট এ ঘোষণা দেয়। নতুন এই সংখ্যক অভিবাসী কানাডার বর্তমান মোট জনসংখ্যার এক শতাংশের সমান।

২০১৭ সালে দেশটি দুই লাখ ৮৬ হাজারেরও বেশি অভিবাসীকে আশ্রয় দিয়েছে। চলতি স্থায়ী এ সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করছে উত্তর আমেরিকার এই দেশ।

২০২০ সালে নেয়া হবে তিন লাখ ৬০ হাজার এবং ২০২১ সালে নেয়া হবে ৩ লাখ ৭০ হাজার নতুন অভিবাসী।

কিন্তু যখন বিশ্বের অন্যান্য দেশ অভিবাসী নীতিতে কঠোর হতে শুরু করেছে এমন সময় কানাডার এমন উদারতার কারণ কী? এ বিষয়ে দেশটিরঅভিবাসন বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন বলেন, নতুন অভিবাসীদের কারণে কানাডার বয়স্ক জনগোষ্ঠী ও শিশু জন্মের পতনশীল হারের সঙ্গে একটা ভারসাম্য তৈরি হবে। এরসঙ্গে নতুন শ্রমিক পাওয়া যাবে।

সোমালিয়া থেকে যাওয়া স্থায়ী অভিবাসী হুসেন বলেন, গোটা ইতিহাস জুড়েই নতুন অভিবাসীদের স্বাগত জানানোয় কানাডা একটি শক্তিশালী ও প্রাণবন্ত দেশে পরিণত হয়েছে যেটা আমরা সবাই উপভোগ করি।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply