বড় চ্যালেঞ্জ সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত দেশগড়া: এলজিআরডি মন্ত্রী

|

কুমিল্লা ব্যুরো:

‘আমাদের দেশে দারিদ্রতা এখন আর বড় চ্যালেঞ্জ নয়, অবকাঠামোগত উন্নয়ন বড় চ্যালেঞ্জ নয়। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সুশাসন প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত করা।’

আজ শনিবার কুমিল্লার লাকসাম উপজেলা আওয়ামী লীগ কার্য্যালয়ে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনীপেশার নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ।

এসময় বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ইউনুস ভুইয়া, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌর আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস। এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ্য থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply