রাঙ্গামাটিতে অস্ত্র ও গুলিসহ আরকান লিবারেশন পার্টির ২ সদস্য আটক

|

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার গবাছড়ি এলাকা থেকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান লিবারেশন পার্টির ২জন সদস্যকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী।

আজ বুধবার দুপুরে আটককৃতদের রাঙামাটি সেনা রিজিয়ন হেডকোয়ার্টারে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

আটককৃতরা হলো চাচিং মারমা (২০) ও উংসিংনু মারমা (৩২)।

এসময় তাদের কাছ থেকে ১টি জি-৩ রাইফেল ২৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে চাচিং মারমা বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান লিবারেশন পার্টির একজন প্রশিক্ষত সদস্য ও ২০১৭ সনে মায়ানমারে প্রশিক্ষণ গ্রহণ করে বলে জানায় সেনাবাহিনী।

জানা যায়, তারা রাজস্থলী উপজেলার কারিগরপাড়া এলাকায় মারমা লিবারেশন পার্টি ও মারমা হাই ল্যান্ডার্স প্রোগ্রোসিভ পার্টির নাম দিয়ে সশস্ত্র অবস্থান গ্রহণ করে চাঁদা উত্তোলন করার পাশাপাশি রাষ্ট্রীয় গুরুত্বপুর্ণ ব্যাক্তিদের তথ্য বিভিন্নভাবে সংগ্রহ করে।

এদিকে মঙ্গলবার দিবাগত রাতে বাঘাইছড়ির সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে ৯৮০ রাউন্ড তাজা গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply