আসামে নাগরিকত্ব বিতর্ক, চার রাজ্যে সমর্থন হারাচ্ছে বিজেপি

|

আসাম নাগরিকত্ব বিল লোকসভায় পাসের পর, উত্তর-পূর্বাঞ্চলীয় চার রাজ্যে সহযোগীদের সমর্থন হারাতে শুরু করেছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার। রাজ্যগুলো হলো- আসাম, মিজোরাম, মেঘালয় ও নাগাল্যান্ড।

বিতর্কিত বিলটি আইনে পরিণত হলে, আসামে আশ্রিত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিমরা ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে। যা প্রতিবেশি রাজ্যগুলোতেও প্রভাব ফেলবে বলে ছড়িয়েছে উদ্বেগ-শঙ্কা। এ ইস্যুতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার থেকে আসাম গণপরিষদ বেরিয়ে যাওয়ার পর, সরকারের বিরুদ্ধে সোচ্চার বাকি রাজ্যগুলোও।

গেল বছর নাগরিকত্ব বিল-১৯৫৫ সংশোধনে কেন্দ্রের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মেঘালয় সরকার। নতুন আইনে বিপুলসংখ্যক অমুসলিম শরণার্থী নাগরিকত্ব পেলে, তাতে রাজ্যগুলো ক্ষতিগ্রস্ত হবে, অভিযোগ নাগাল্যান্ড ও মিজোরাম মুখ্যমন্ত্রীর। আসামসহ এ চার রাজ্যেই বিজেপি জোটের অন্তর্ভুক্ত রাজ্যের ক্ষমতাসীন দলগুলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply