রোহিঙ্গা সংকট: আলোচনার জন্য মিয়ানমারে স্বরাষ্ট্রমন্ত্রী

|

মিয়ানমার সরকারের সাথে আলোচনা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই রোহিঙ্গাদের ফেরত পাঠাতে তৎপরতা চালিয়ে যাবে বাংলাদেশ। এমন বার্তা নিয়েই দেশটিতে সফরে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম।

রাখাইনে আগস্টে সহিংসতা শুরুর পর থেকে ছয় লাখের মতো রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। দু’মাসের মাথায় সংকট সমাধানে আলোচনার জন্য দেশটি সফরে গেলেন বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রী।

এর আগে দিনের শুরুতে গণভবনে মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকট সমাধানে মিয়ানমারের সাথে আলোচনার বিষয়বস্তু ও নির্দেশনা দেন মন্ত্রীকে। পরে মন্ত্রিপরিষদ সচিব জানান, আলোচনা করেই সমাধান করা হবে রোহিঙ্গা সংকটের।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply