মিরপুরে দুই গ্রুপের সংঘর্ষে নিহত যুবলীগ কর্মী

|

রাজধানীর মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত এবং কয়েকজন যুবক আহত হয়েছে। আজ বেলা আড়াইটার দিকের এই ঘটনা ঘটে। গুরুত্বর আহত একজনকে কুর্মিটলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ৬ নম্বর সেকশনের কাঁচা বাজারের পাশের ক্যারামগলির অফিসের সামনে হঠাৎ সংঘর্ষ শুরু হয়। এক পক্ষ আরেক পক্ষের উপর ধারারো অস্ত্র ও লাঠি নিয়ে অতর্কিতে হামলা চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় যুবলীগ কর্মী রোমানের।

এলাকাবাসী জানায়, ডিস ব্যবসা এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গ্রুপের বিরোধ চলে আসছে বেশ কিছুদিন থেকে। তবে ভয়ে এ বিষয়ে কথা বলতে চায়নি কেউ।

পুলিশ জানায়, স্থানীয় দু গ্রুপের সংঘর্ষের পর হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফেলে যাওয়া ৪টি মটরসাইকেল জব্দ করেছেন তারা। নিহত রোমানের সাথে আসা যুবলীগ কর্মীদের দাবি, স্থানীয় আলী গ্রুপ তাদের গ্রুপটিকে দাওয়াত দিয়ে তাদের অফিসে ডেকেছিলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply