সুবর্ণচরের ধর্ষণের ঘটনায় আরও ৩ জন গ্রেফতার

|

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউপির মধ্যম বাগ্যা গ্রামে ভোটের দিন রাতে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় রোববার আরো ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে ১০জনকে গ্রেফতার হয়েছে।

এদিকে রোববার সন্ধ্যায় মামলাটি তদন্তের স্বার্থে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ সুপার ইলিয়াছ শরীফ।

গ্রেফতারকৃত ১০ আসামির মধ্যে ৭জন আসামির প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা ও চরজব্বর থানার ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল ৭ আসামির ৭ দিন করে রিমান্ড আবেদন করেন। রোববার দুপুরে শুনানি শেষে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনিতা গুহ প্রত্যেককে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- মূল ইন্ধনদাতা সাবেক ইউপি মেম্বার রুহুল আমিন, মূল হোতা হাসান আলী বুলু, প্রধান আসামি সোহেল, স্বপন, বাদশা আলম ওরফে বাসু, বেচু, জসিম, ছালাউদ্দিন ও আবুল।

এসপি ইলিয়াছ শরীফ বলেন, গণধর্ষণের মামলায় এজাহারভুক্ত ৯ জনের মধ্যে ৬ জন ও অভিযুক্ত ৪ জন সহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply